নবীজীকে করে যায় ওরা নির্মম বিদ্রুপ!
তারপরও হৃদে কারো হয় না রক্তক্ষরণ!
এ কেমন ভালোবাসা! এ প্রেম মূল্যহীন!


নিজকে নিয়ে ব্যস্ত আছি ঠুনকো ভূমিতে!
আর কত সম্পদশালী ও প্রভাবশালী হলে
পূর্ণ হবে পার্থিব জগতের সকল খায়েশ!


অবাক বিশ্ব বিস্মিত হয় হাজার-লক্ষ বার!
আমরা সত্য গোপন করেও করি অপরাধ,
ভাবি, হয়তো সবই গুপ্ত রবে অনন্তকাল!


সৃষ্টিরহস্য কোনো তামাশার বিষয়বস্তু নয়;
সেরাদের তালিকার শ্রেষ্ঠতম নামটি কার?
সবাই জানি, তবুও করি নিন্দিত-অনাচার!


অভীষ্ট সময় সত্যকে নিয়ে আসবে আবার,
যে সত্য ছড়াবে আলোর ফোয়ারা বিশ্বময়;
অবদমিত জনপদেও অবশেষে হবে সঞ্চার।