ঠিকানা তাঁর আরশীনগর
বিনা ঘুমে কাটান প্রহর,
লোভ-লালসা বিলাস ব্যসন,
চাই না তাঁর কোন মোহর।


পিতা-মাতা সন্তানাদী
নেই কোন তাঁর সঙ্গী সাথী,
আকার মুক্ত মরণ বিহীন;
অনন্ত-অনাদি।


একাই করেন বিশ্ব শাসন
টলে না তাঁর কুরসী আসন,
সৃষ্টি চলে তাঁর ইশারায়
ইচ্ছাধীন মিশন।


ফেরেস্তাকুল ব্যস্ত সদা
তিনি হলেন সবার কর্তা,
তাঁর হুকুমেই বিশ্ব চলে
তিনিই বিধান দাতা।


লাগে না তাঁর মিলিটারী
লাগে না তাঁর খাজনা পাতি;
হিসাব-নিকাস সচল সদা
দিবস কিংবা রাতি।


জ্ঞান-গরিমায় শ্রেষ্ঠ তিনি
শেষ বিচারের কাজী,
পুরস্কার আর শাস্তি দিবেন
যে যা করবো আজি।