এখনও গুপ্ত বধ্যভূমি থেকে ভেসে আসে
কত অসহায়ের প্রিয়জনদের আর্তনাদ!
হয়েও হয় না শেষ জিঘাংসার অভিলাষ!
পঙ্গুত্ব বরণ করে চিরতরে কতজন!
তবুও, মিটে না খায়েশ ভোগ-বিলাসের!
বেঁচে থাকে আরো কত অপূর্ণ-বাসনা!
কড়িডোরে বাজে মক্ষীরানীর গভীর আহবান,
আবেগ নাড়িয়ে দেয় হৃদয়ের অন্তস্থল!


রক্তাক্ত সোপান বেয়ে স্বপ্নবাজ এগিয়ে যায়
মর্ত্যে গড়া সুরম্য স্বর্গের প্রমোদকুঞ্জে!
কি এক সুখের নেশায় সব কিছু ভুলে যায়,
এমন কি ভুলে যায় সমাপনী গান!
ভুলে যায় পড়ন্ত বিকেলের গোধূলির আভা!
কালের কন্ঠ হয়ে প্রসন্ন থাকতে চায়,
পান করতে চায় অমরত্মের সুধা!
তবুও বেলা শেষে, শেষ হয় খেলা!
আপন ঠিকানা পানে নিয়ে যায় ভেলা!