নামটা ছিল পাগলা কানাই;
উঁচা লম্বা নাদুস নুদুস
মিষ্টি ছিল ভাষা,


দেখা হ’লে বলতো হেসে
যাব কাশি বৃন্দাবনে
মনে আছে আশা।


রাগ হ’লেও সে গাল দিত না;
মুখ্যু-সুখ্যু মানুষ ছিল
বলতো শুধু গাধা!


মনটা যখন থাকতো ভাল
মধুর সুরে বলতো তুমি
কেমন আছো দাদা।


সেই মানুষের কি যে হ’লো
ডাক্তার এসে ওষুধ দিলো
পথ্য খেলো সাথে,


মায়ার বাঁধন ছিন্ন করে-
বললো শুধু ঠোঁটটা নেড়ে;
এখন গয়ার পথে!