জনপদ ধ্বংস আর মানুষ খুনের জন্য যারা সমরাস্ত্র নির্মাণ করে,
তারাই কিন্তু আবার মোড়ল সেজে মানবতার সবক উপহার দেয়!
যারা আগ্রাসনের অজুহাত নিজেরাই সৃষ্টি করে জঙ্গী তালাশ করে!
তারাই আবার সরি! বলে ভুল স্বীকার করে বাহবা কুড়িয়ে নেয়!

বাহরে বাহ রাজনীতি কারে কয়! এরাই হলো সভ্যতার দাবীদার!
এ যদি সভ্যতা হয় তবে বর্বরতার সংজ্ঞা পাবো কোন অভিধানে?
বিশ্বের দেশে দেশে সৃষ্ট শরনার্থী সঙ্কটে কাদের ষড়যন্ত্র কাজ করে?
কেবা নেয় দায়? যদিও মিথ্যা নয়! তবু রাখে না কীর্তি সমাধানে!


অতিমারী-মহামারী গ্রাস করে পৃথিবীর কোটি কোটি মানুষের প্রাণ!
টিকা নিয়ে কত কথা জোড়গলায় উচ্চারণ করেও ব্যর্থ কারা হয়?
সেবার নামে কারা বিলিয়ন ডলারের ব্যবসা করে অর্থ নিয়ে যায়?
তবুও মহান! চরণতলে অর্ঘ্য পায়! অথচ, তারা কতই না নির্দয়!


বেলা শেষে খেলা হবে! যে খেলায় মজা পাবে, যারা ছিল অসহায়!
বিগত দিনে যারা খেলেছিল বিশ্বজুড়ে, তারা হবে অপরাধী সেইদিন!
চুলচেরা হিসেবের হবে না কারচুপি, স্বাক্ষ্যদাতা হবে তারা নিজেরাই!
মহাবিচারক যিনি নিবেন না ঘুষ! শাস্তির আধিক্যে হবে তারা দীন!