আলোর দলে ভিড়বে বলে, আসবে যারা বরফ ঠেলে
তাদের কাছে এ জীবনটা নয়তো মূল্যবান,
পাহাড়, নদী, বন পেরিয়ে, আসবে তারা ঘাম ঝরিয়ে
বুকের রক্ত ঢেলে দিয়ে করবে জীবন দান।


দিন-দুনিয়ার নেই পরোয়া, রাখবে প্রমাণ রণ করিয়া
যুদ্ধ জয়ের পণ করিয়া চালাবেই অভিযান,
সৎ-সতীরা তুলবে স্লোগান, রসদ-অস্ত্র দিবে যোগান
অসত্যের দেয়াল ভেঙ্গে করবেরে খান খান।


রক্তস্রোতে ভাসবে ভুবন, ভাববে সবাই কেমন প্লাবন
জীবের জগত ভয়ের কারণ উঠবেরে কেঁপে,
ঝড়বাদলে দমবে না কেউ, শংকানদে থামবে না ঢেউ
মরণ খেলায় জয়ের আশায় সব যাবে ক্ষেপে!


সঠিক-বেঠিক হবে প্রমাণ, বিনাশ হবে জাহাজ-বিমান
মরবে মানুষ কোটি কোটি রইবে না হিসাব,
আকাশ-বাতাস করবে দূষণ, ধূলায় লুটবে অজস্র প্রাণ
সুস্থ ধারা রুদ্ধ হবে, কন্যা করবে না প্রসব!

অগণন জনগণ মরবে শেষে, পৃথিবী যাবে রক্তে ভেসে
লড়াই শেষে বাঁচবে যারা, রইবে তারা সুখে,
মহান স্রষ্টার মুজাহিদ যারা, বিজয় অর্জন করবে তারা
সত্য বাণী ছড়িয়ে পড়বে সবার মুখে মুখে।