আমি আরণ্যক হলে তোমরা খুশি হবে!
হিসেবের খাতা হবে পূর্ণ!
ছয়, ছয়, ছয় দিয়ে গাঁথবে বিজয় মালা
জীবন তোমার হবে ধন্য।


নম্বর যোগ হবে, ফুলে ফেঁপে বড় হবে
আরো বড় বলে হবে গণ্য,
পুলকিত হবে মন পাবে প্রিয়জন অগণন
অন্তরাত্মা হবে তখন পণ্য!


স্বনামে-বেনামে কত খেলুড়ে খেলা করে
আচরণে ওরা কি অনন্য?
পুনরায় আসে যদি সে আহবান দুনিয়ায়
অভব্য ভাবনা হবে বিপন্ন।


অতঃপর শীতল বায় লাগবে যখনই গায়
মোমিনের দেহ হবে প্রাণশূন্য,
সে দিনও জমিনে রবে শয়তানের অনুচর;
স্রষ্টার কাছে যারা হবে ঘৃণ্য!