সময়ের সাথে আর হলো না সমঝোতা
বৈরী হাওয়ায় করি অবগাহন,
নিয়মের সাথে আর হলো না পথচলা
কারণে-অকারণে বাড়ে বিভাজন!


স্বপ্নের মত করে হলো না জীবন গড়া
পথের ধূলোয় করি সন্তরণ,
অবকাশ নেই মোটে কিছুটা জিরিয়ে নিতে
কষ্টকে এই বুকে করেছি ধারণ!


কে আছে পিছু ডাকে, ভুলিনি আজও মাকে
আঁচলের ছায়াতলে ছিলাম আপন,
আজ আমি অসহায়, নেই কোন পরিচয়
যে করবে দ্বৈরথে যেতে বারণ!


ভুলের মাশুল গুনি, শুনি পতনের ধ্বনি
আর কেন মিছে করি আয়োজন!
হয়তো তাই ভালো, যাকে দেখে ভাবি আলো
সাথে যদি নিতে পারি পরিজন।


সেই টুকু সান্ত্বনা, পরিশোধ হলে দেনা
হয়তো সফল হবে আমার মরণ,
ফিরে পাবো ফের মাকে, আদর করবে ডেকে
সাথে যেন থাকে যত প্রিয়জন।


এ্ই টুকু প্রার্থনা, ক্ষমা করো সব গোনাহ্
চাই না এ পারে কোন উপঢৌকন,
তার চেয়ে সেই ভালো, হৃদয়ে দিও আলো
যে আলোয় আলোকিত হবে আনন।