এ এমন এক ধ্রূপদী পল্লী;
যেথা বিমূর্ত সত্যের চলে আরাধনা!
এ এমন এক মার্জিত সংস্কৃতির বিনোদ বিতান,
যেথা স্বপ্ন অঙ্কুরিত হয় কল্পনার আল্পনায়।


এখানে মরমি কবির কলম থেকে
ঝরে পড়ে রাখালী বাঁশির সুর,
উঠে আসে সবুজ জমিনের সোনালী ধান
দিগন্তের প্রান্ত জুড়ে চোখ যায় যত দূর।


তবে ব্যতিক্রমী কদাচিৎ ক্ষীণ স্বরে গর্জে
হৃদয়ে লালন করে বিদ্বেষের বারুদ;
মুক্ত কলম হাতে ঝাঁপিয়ে পড়ে
স্রষ্টা নিধনে; বলে কে আছে মাবুদ!


কারও সাথে কারও নেই পরিচয়
তবু নিত্য প্রেরীত হয় ভালবাসার ফুল,
এ এমন এক মিলন মেলা
যেথা আবেগ বিনিময়ে সবাই ব্যাকুল!


এখানে নগ্নতা চর্চ্চার বিলাসিতা নেই
নেই অশ্লীলতার রগরগে অসভ্যতা,
এখানে আবাদ হয় শিশুতোষ ছড়া;
সহাস্যে মিলিত হন আবালবৃদ্ধবনিতা।