সুখের পায়রা যদি বন্দী হয় সোনার খাঁচায়
জীবনের গতি যদি থমকে যায় স্বপ্নীল জোছনায়,
আমি হাসব নাকি কাঁদব, ওগো পিয়াসু ভ্রমর;
তোমার প্রেমের মোহনায়!


অবসরে অনুভবে তোমার ছোঁয়া পেলে
নীরবে, নির্জনে স্বপ্ন দেখে যাই,
কখনো কখনো জীবনের প্রয়োজনে
নিয়তির কাছে আমি তবু হেরে যাই!


আমি অসুন্দরের মাঝে খুঁজে ফিরি সুন্দর
কভু অজানা পথের পানে ছুটে যায় মন,
মায়ের মমতা খুঁজি শ্যামল ছায়ার মাঝে
গাঁয়ের শেকলে আছে বাঁধা এ জীবন ।


তোমার ভালবাসায় সিক্ত হয়েছি কতবার
যেমন হয়েছি প্রাতে শিশির ভেজা ধানে,
আল পথে নদী তীরে নিসর্গ কাছে টানে
যেমন তোমার প্রেম ঢেউ তোলে প্রাণে।