প্রেমের কবিতা আজ বড় বেমানান!
বারুদের ঘ্রাণ আসক্তি ছড়ায়
কিশোর তরুণ প্রাণে জ্বলে দাবানল;
মারকুটে ছায়াছবি দর্শন যার,
নট-নটী যার হয় আদর্শ!
তার কাছে আশা কর প্রগতি!


নিজেদের মতবাদে চলে যেথা বিশ্ব;
ধর্ম-কর্ম নিয়ে চলে অপ রাজনীতি,
ধর্মকে কারা সেথা করে অপব্যবহার?
কারা আজ বিশ্বকে করছে শাসন?
কারা আছে রাজাসনে সমাসীন?


ক্রিয়া আর প্রতিক্রিয়া,
ঢিল আর পাটকেল বর্ষণ;
এর মাঝে পরে মরে তৃণমূল!
প্রবাদ স্মরণ কর রেখে গেছে মহাজন,
“যে যেমন তার তরে চাই তো তেমন।”


ঈশ্বরে বিশ্বাস করে বল কয়জনা
আম গাছে জাম চাও সে কেমন?
অস্ত্র বানায় কারা-কারা গড়ে ভান্ডার
কারা বল পৃথিবীতে শক্তির পুজারী?

দুর্নীতি অনিয়মে ধরাধাম সয়লাব
কারা তার আয়োজক কারা তার ভক্ত,
কার হাতে নেই বল মানুষের রক্ত?
বিচারের দায় যার সে কি বোঝে ইনসাফ?
শাসক চরিত্রে কি আছে ধর্মের ছাপ?

এক চোখ থাকে যার ললাটে!
সেই তো প্রতারক, সেই তো অনেক বড় ভন্ড,
ধর্ষক, নিপিড়ক পায় না বিচারে সাজা
কারা করে অপরাধ, কাদেরকে দাও ধরে দন্ড?


এ ভাবেই হয়েছে শুরু, মূলতঃ তারাই গুরু,
কার দায় কারে দাও চাপিয়ে?
অসত্য ত্যাজি কর মুক্তির সন্ধান
ব্লেম গেমে সুখ নেই বিশ্বকে কাঁপিয়ে!