ঘাসের ডগায় শিশির আসে
শীতের বার্তা নিয়ে,
ক’দিন বাদে শীত তাড়াবো
লেপ, কম্বল দিয়ে।


সকাল হবার পরে রবি
আসে অলস দেহে,
মিষ্টি রোদে করবো সিনান
উষ্ণ হবার মোহে।


দোয়েল কোয়েল করে মাতাল
কিচির মিচির করে,
খেজুরের রস আনে গাছি
অনেক হাঁড়ি ভরে।


পিঠে খাবার জন্যে নানী
ডাকে হেসে হেসে,
চাদর মুড়ি দিয়েই খাই
হেঁসেল ঘরে বসে।


খাল-বিলের টাটকা মাছে
অন্য রকম স্বাদ,
পোষ মানাবার তরে বানাই
পাখি ধরার ফাঁদ।


এমনি করেই শীতের ছুটি
কাটাই গিয়ে গ্রামে,
হৃদ মাঝারে নিত্য সনে
স্মৃতির পাহাড় জমে।