আলোর ফোয়ারা বলে, শুনো দিয়ে মন;
আঁধারে রয়েছো ডুবে, পাবে নাতো ক্ষণ!
এ কাল শাশ্বত নয়, ভেবে দেখো সাথী
মেয়াদ শেষের আগে এসো স্তবে মাতি।
অমানিশা রাত শেষে রবি এসে প্রাতে
আনন্দে মাতাবে জেনো হর্ষে এক সাথে,
আজই তো সে সময়, জেগে উঠবার
আর নয় অলসতা, উঠে খুলো দ্বার।


ব্যত্যয় ঘটাও যদি, পাবে ঢের শাস্তি
হেলাফেলা করিও না, করিও না মাস্তি,
পস্তাতে হবে সেদিন কাঁদবে না কেউ
ঝলসাবে বার বার আগুনের ঢেউ!
আফসোস করে আর হবে নারে লাভ
জারি রবে চিরকাল, পাপের আজাব!