চারিদিকে ডেঙ্গু, সবখানে বন্যা
সারাদেশে মরে শত ধর্ষিতা কন্যা!


শুনে কত গুণিজনে করে কত ব্যঙ্গ
আহারে-অসহায়! ওরা কত নিঃসঙ্গ!


দায় যার, নেই তার একটুও ব্যথারে
রাজপথে চলে রথে, পোশাকের বাহারে!


বন্যায় নেই ত্রাণ, তৃণমূলে কাঁদে প্রাণ
ডুবেছে ঘর-দোর, আশা হয় খান খান!


আয়েশী মহাজন, নেই তার আয়োজন
কিভাবে বাঁচবে সবে, ভাবে না মৃত মন!


তবু নেই সারা দেশে লুটপাট বন্ধ
দেখে তাই মনে হয়, সকলেই অন্ধ!


ধর্ষণে শিশু মরে, হায়! নেই তবু চিন্তা
নানা সুরে, নানা গানে নাচে নেড়িকুত্তা!