মসজিদ, মন্দির, প্যাগোডা, চার্চ
ধর্ম কোথায় এখন করছে বিরাজ!
সর্বত্রই দেখি জালিমের চাটুকারগণ
মহা উৎসবে করছে জুলুমের রাজ।


ধর্মের অবমাননায় ধার্মিক নিশ্চুপ!
স্বপ্ন ধরাশায়ী আজ বিশ্বের জমিনে,
রক্তাক্ত মানুষ দেখিয়েছে মরণ রূপ;
সত্য ন্যায় জায়গা পেয়েছে কফিনে!


ধর্মের বিভাজনে মানুষ মরছে রণে
শোষক করে শোষণ মহা আনন্দে!
অভাগা-অসহায় পাশার ছকে ঠকে
আপোষে ঝগড়া করে ভুলের দ্বন্দ্বে!


মানবতা ধুঁকে মরে অন্ধ কারাগারে!
মানুষ হয়েছে আজ দু’ভাগে বিভক্ত,
এক ভাগে জমায়েত হয়েছে জালিম
অপর পাশে ধুঁকছে যত নিপীড়িত!


স্রষ্টা দিয়েছে ধর্ম, সত্য জানাবে বলে;
নিয়ত করে যাচাই, ভাল আর মন্দ;
জালিম কি অমর হবে স্বপ্নের মত!
কোন একদিন তারাও হারাবেই ছন্দ।