স্তম্ভিত মানব জাতি! স্তম্ভিত বিশ্ব!
পরিমাণগত পরিবর্তন স্তূপীকৃত হচ্ছে!
উপচে পড়ছে উত্তপ্ত বুদবুদ অগোচরে
সময়ের সাথে নিরন্তর পাল্লা দিয়ে!
গুণগত পরিবর্তনের ভেতর দিয়ে ঘটে
স্ফুলিঙ্গের আত্মপ্রকাশ একদিন শেষে!
নবসূর্যোদয়ের অপেক্ষায় থাকে প্রজন্ম।


আকাশে তুলেছে ঝড় গর্বিত-সূর্যসন্তান,
নিশ্চয়ই ওরা তুলনাহীন, অতুল-মহান!
স্বাধীনতার বীর সিপাহীদের মতই
সমাজের গভীর থেকে বেড়িয়ে আসে
আত্মমর্যাদাকে পুনরায় প্রতিষ্ঠিত করতে।
যা কিনা সময়ের ব্যাপার মাত্র!


কেউ কেউ স্বাধীনতা ছিনিয়ে আনে,
কেউ বা মুক্তির স্বাদ বিলিয়ে দেয়।
তাদের দিকেই প্রত্যাশার দাবী নিয়ে
অপেক্ষমান থাকে পরবর্তী বংশধর।
যারা চায় নিরাপদ একটা নতুন বিশ্ব;
“শেয়াল-কুকুরের মত হাজার সাল বেঁচে
থাকার চেয়ে বীরের মত একদিন বেঁচে
থাকাই শ্রেয়,” যদিও মৃত্যু অনিবার্য।