অবিকল তোমার মতনই, আমি আরেকজনকে চিনি;
যে নাকি, সত্য-নিকষিতকে বড্ড বেশি ভালোবাসে!
যার, মিষ্টিভাষায় আলোর ফোয়ারা করে রিনিঝিনি।
অবিকল তোমার মতনই, আমি আরেকজনকে চিনি;
হৃদয়ে যন্ত্রণাকে চেপে রেখেও হয় না সে অভিমানী!
আঘাতের পর আঘাত পেয়েও অলক্ষ্যে নীরবে হাসে!
অবিকল তোমার মতনই, আমি আরেকজনকে চিনি;
যে নাকি, সত্য-নিকষিতকে বড্ড বেশি ভালোবাসে।