তখনও অন্ধ ছিলাম-
অবনীটা ছিল জ্যোতির্ময়;
অথচ, কাতারবন্দী মানুষ
আজ একটু আলোর প্রত্যাশায়
প্রহর গুনছে দুর্ভাবনায়!


জমাটবদ্ধ অন্ধকারের দাপট
এতটাই সর্বগ্রাসী যে,
জোনাকিরাও বিলীন হয়!


হে প্রভূ,
জেঁকে বসা অমানিশা কি
এতটাই অপ্রতিরোধ্য যে,
অনন্তকাল অবরুদ্ধ রবে
সম্ভাবনার সোনালি দ্বার?