মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের সাহসী সন্তান।
স্বাধীন বাংলাদেশের ইতিহাস তাদেরই কারণে সমৃদ্ধ।
মুক্তিযোদ্ধার ব্যানারে তাঁরা কেউ করে না রাজনীতি।
যদিও তাঁদের কেউ কেউ ভাগ হয়ে আছে নানা দলে।


মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এ যাবৎ কাল;
তাঁরাই স্বাধীনতা আর দেশপ্রেমের জ্বলন্ত প্রতীক।
প্রিয় দেশবাসী, তাঁদের নামে করিও না হঠকারিতা,
করিও না এমন কিছু যে কারণে আগামী প্রজন্ম
হবে বিভ্রান্ত, নিমজ্জিত হতে পারে গভীর আঁধারে!


বলার জন্য বলা নয়, নয় কবিতার জন্য কবিতা;
সময়ের দর্পণে রেখে গেলাম হৃদয়ের করুণ আকুতি,
নইলে মাশুল গুনবে অনাগত ভবিষ্যৎ অনন্তকাল!
তাই অন্তত এ স্থানটাকে রেখো নিরাপদ, সংরক্ষিত।