এ মহাবিশ্বটা অজানা রহস্যের ঠিকানা!
যেখানে লুকিয়ে থাকে সৃষ্টির আনন্দ-বেদনা!
থাকে, মানব কল্যাণের প্রশস্ত দিকনির্দেশনা;
তবে চাই, স্রষ্টার প্রতি অগাধ আস্থা-বিশ্বাস,
তবেই মিলবে মহাপ্রাপ্তি, বিশ্বস্রষ্টার দান।


কেউ কেউ চেয়ে বসে অফুরন্ত ক্ষমতা!
ক্ষমতার কোষে বসে করতে চায় স্বপ্নের চাষ!
এমনকি পেতে চায় অমরত্ব আর সার্বভৌমত্ব!
যার অধিকার, শুধুই সেই মহান বিশ্বস্রষ্টার।
তাই, নিশ্চয়তা না পেলেই করে অভিমান!


শুরু করে অস্থিরতার ভয়ঙ্কর প্রকাশ!
সৃষ্টি করে ইস্যুর পর ইস্যু! আকাঙ্খা পূরণে;
চায়, ক্ষমতাচর্চার অবাধ স্বাধীনতা জমিনে!
ভুলে যায় স্রষ্টার মৃত্যুর নিশ্চয়তার ঘোষনা!
ছুঁড়তে থাকে আধিপত্য প্রতিষ্ঠার বাণ!


যতই বাড়তে থাকে জুলুমের তীব্রতা-
ততই বাড়তে থাকে মুক্তির অপার সম্ভাবনা।
তবে, মাঝখানে ঝরে যায় তরতাজা কত প্রাণ,
ভিজে যায় পিচঢালা রাজপথ আর মানচিত্র!
ছড়িয়ে পড়ে বুলেটবিদ্ধ শহীদের ঘ্রাণ।