ঈদ মানে নির্মল আনন্দ; খুশির দিন।
উৎসবে মাতে সবাই, হৃষ্ট হয় জমিন।
ভুলে যেতে চায় সবাই, বিগত রোদন,
তবু, জাপটে ধরে এসে মোহিত বেদন।
কি এক অনুভূতি ছড়ায়, হৃদয়ে পুলক;
হর্ষে নাচে শিশু শুনে নানান পুণ্যশ্লোক।
বাহারি পোশাকে আহা মোহনীয় সুঘ্রাণ,
বুকে বুকে ভালোবাসা করে সবাই দান।


তবুও মেদিনী কাঁদে দেখে কষ্ট-বিভেদ!
মানুষ গড়ে তোলে দেয়াল করে প্রভেদ!
কোথায় মমতা-সমতা, খোদার বিধান?
নিজের মত করে মানুষ লিখে অভিধান!
তাই তো মিটে না দুঃখ, বাড়ছে অভাব-
সমাজে পড়ছে তার জটিল, নষ্ট প্রভাব!