অন্ধ গুহায়ও আসে আলোর মিছিল!
যবে বিধাতা মনে করে প্রয়োজন,
ইতিহাস যদি ভাবি অন্ধ অতীত
তবে সোনালী প্রভাত কভু আসবে কি?


হৃদয়ের আলো যদি
একেবারে নিভে যায়
সকল আলোকে ভাবি অশুচি!


প্রতীতি প্রাবল্য যোগে
পুলকিত হয় মন,
আপনারে ভেবে বসি ভূপতি!


কারণে-অকারণে সারথি প্রজ্ঞাপনে
অরিকে ক্ষেপণ করি অনলে,
অথচ জাগে না প্রাণে-
শেকড়ের অবদান স্বকীয়র প্রকাশে!


ফাল্গুনী অনুভবে আপন অন্তঃকোনে
বাকি সবই মনে হয় অমূলক!


জনম অনর্থ যদি
অনন্ত অসত্য যদি
তবে কেন সুলিখিত ব্যাকরণ?
তবে কি স্বখাতসলিল অকারণ?