পচন ধরা জমিনে মুখোশ পড়েছি
সুখে না থেকেই মুখে প্রফুল্ল বলছি!
কত স্বপ্ন হৃদে মেখে মাধুর্য এঁকেছি
স্বার্থের জয়ে অনেক অসত্য বলেছি!
সারামুখে তুলি মেরে সুন্দরী সেজেছি,
প্রেমের বাহানা করে পীড়ন করেছি!
বিপ্লবী সেজে অনেক মানুষ মেরেছি,
ধর্মকে সম্বল করে বিজয়ী হয়েছি।


নীতিকথা বলে নেতা ভ্রষ্টতা করেছে!
এ ভাবেই পৃথিবীর সভ্যতা(!)চলছে!
মাঝে মাঝে ভিন গ্রহে বিজ্ঞানী ছুটছে!
মানুষ মারার তরে কৌশল খুঁজছে!
অমর হবার আশে ঘৃণিত হয়েছে!
অথচ নিজেরা শেষে বেঘোরে মরছে!