মাতৃ দুগ্ধ পিয়ে বড় হয় শিশু
মায়ের আঁচল তলে,
সে শিশুর যদি কিছু হয় তবে
মা মরে অশ্রু জলে।


সন্তানের তরে কত ত্যাগ করে
জন্ম দায়িনী জননী,
অথচ সে শিশু ভুলে যায় পরে
বিস্মিত হয় ধরণী!


গড়িয়া উঠেছে দেশে দেশে কত
নির্জনে তিক্ত বৃদ্ধাশ্রম!
জনক-জননী বাস করে সেথায়
সন্তান দেয় স্বপ্নে দম!


হায় অমানুষ এ সভ্যতার তরে
করে কত অহংকার!
মৌল ভালবাসায় নাক শিটকায়
বাড়ে পতন শঙ্কার!


দিনে দিনে তাই বাড়ছেই দেনা
আসছে হিসেব ক্ষণ!
করতেই হবে গুনে গুনে শোধ
নিঃস্ব হবে মহাজন!