স্বদেশ মঞ্চে-আমরা তাদেরই সমাগম দেখতে চাই;
যারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে-করবে না দেশ লুণ্ঠন!
স্বৈরমুক্তির ওয়াদা করে, করবে না দেশ বিলিবন্টন!
মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে বলবে না, বড় স্বস্তি পাই!
কেউ যদি চায় রণক্ষেত্রে পরিণত হোক বাংলাদেশ!
কেউ যদি বলে, নিজ লাভ চাই! হোক না সব শেষ!
কেউ যদি চায় দেবো ভাগ করে-বিনিময় পাব বেশ!
কেউ যদি বলে নিবো প্রতিশোধ! পূরণ হবে খায়েশ!
যে বলে-অন্যরে ছাড় নয়! নিজেরাই করবো ভোগ!
শহীদদের তরে নেই যার-অন্তরে, সরিষাসম শোক!
নিজের স্বার্থে জনতার সাথে, করে যায় যারা জোক!
পোষণ করে ওরা ঈর্ষা-বিদ্বেষ! আছে নিশ্চয় রোগ!
এমন-এক স্বদেশ মঞ্চ গড়বেন যারা, তাদেরই চাই।
তাদের সাথে চলতে-মরতে, সত্যই কোন দুঃখ নাই।
সার্থক হবে জন্ম সবারই! ভাববো, মুক্ত স্বাধীনদেশ।
সবার সন্তান রবে দুধে ভাতে, পাবে সুন্দর পরিবেশ।