আমার বাংলাদেশ চেতনায় হোক অনন্য-সমৃদ্ধ,
হোক বিনম্র-সত্যাশ্যয়ী-মানবতার দর্শনে উদ্বুদ্ধ।
মুছে ফেলুক কলঙ্কিত অধ্যায়
হিতৈষী হোক সকাল-সন্ধ্যায়,
তবেই সবার জীবন হবে মুক্ত-নির্মল-পরিশুদ্ধ।


জগতের মাঝে থাকবে নানা মুনির নানা মত,
মুক্তকন্ঠে উঠবে কলরব সত্যের তরে আলবত;
সঙ্কটে ঐক্যবদ্ধ হয়ে লড়বে
ভালোবেসে দেশটাকে গড়বে,
তবেই স্বদেশ রবে নিরাপদ, কাটবে মুসিবত।