দলে দলে উপদল
বাড়িতেছে কোন্দল;
বাহুবল থাকে যদি
খেতে থাক আদাজল।


ছলা কলা প্রতারণা
অহরহ মিছে কথা
এ সকলই মহাগুন!
এ সকলই প্রথা?


মুনিদের মহা নীতি
হয় যদি রাজনীতি,
তবে কেন জনতার
মনে জাগে ভীতি ?


সমাজে উল্টো রীতি
ঠেকাবার কেউ নেই!
মাদকে আসক্ত হয়ে
হারিয়েছে সবে খেই।


অপরাধ যারা করে
তারা থাকে স্বর্গে,
বলীর পাঁঠা হয়ে
কারা যায় মর্গে?


অসহায় জনগণ
পায় না রে সুবিচার!
ঘুষে লাশে সয়লাব
নাই কোন প্রতিকার!


প্রগতির কথা বলে
কত নেবে রক্ত?
তারপর ও আশা কর
হই যেন ভক্ত!


ক্ষমতার চর্চ্চায়
রাজনীতি হাতিয়ার!
দুর্বল জনতার
নাই কোন অধিকার!