আমি সেই মুজিবকে ভালোবাসি-
যে মুজিবের জবানে ছিল সদা “ইনশাআল্লাহ।”
তিনিই তো প্রথম গিয়েছিলেন-
ও আই সি সম্মেলনে বলুন সবে সুবহানাল্লাহ্।


যিনি আস্থার সাথে বলেছিলেন-
আমার দেশের স্বাধীনতা রক্ষায় ওরা সচেষ্ট,
আমি সেই মুজিবকে সেলুট করি-
যিনি বলেছিলেন, আমার সিপাহীরাই যথেষ্ট।


আমি সেই মুজিবকে শ্রদ্ধা করি-
যিনি আলেম-ওলামাদের খুব শ্রদ্ধা করতেন,
আমি সেই স্বপ্নদ্রষ্টাকে স্মরণ করি-
যিনি দেশের দুর্বল মানুষকে কাছে টানতেন।


আমি সেই মুজিবকে সম্মান করি-
যিনি সর্বদা দুর্নীতিবাজদের অশুচি ভাবতেন,
আমি সেই মুজিবকে হৃদয়ে রাখি-
যিনি নিজে সদা মুসলিম বলে গর্ব করতেন।


আমি সেই মুজিবের সুকৃতি দেখি-
যিনি দেশের যশকে সবার উপরে রাখতেন,
আমি সেই মুজিবকে ভক্তি করি-
যিনি বাংলাদেশকে খুব বেশি ভালোবাসতেন।


“মুজিব শতবর্ষ”