তোমার বিশ্বাস তোমার কাছে
আমার বিশ্বাস থাক আমার,
হাশরের মাঠে ফয়সালা হবে
থাকবে না কারো কিছু করার।


কার কত জ্ঞান জানেন মহান
লাভ নেই করে আস্ফালন,
শক্তি প্রয়োগে হবে না ফায়দা
অহেতুক হৃদে বাড়ে জ্বলন।


অপশক্তিতে মাথা নত করে
মুক্তির পথ করো না ত্যাগ,
মুসলিম যখন মুমিন হবেন
ভরবে তাঁহার জ্ঞানের ব্যাগ।


ছল-ছুতো আর হুমকির ভাষা
নয়, প্রভূ তুষ্টির সঠিক পথ,
সত্য-ন্যায়ের পক্ষে যে রবে
তার সাথে যাবে খোদার মত।