স্বপ্নের দেশে দেশে চলে যাই ভেসে ভেসে
কি দারুন সুখের আবেশে,
কত দেশে ঘুরে ফিরে আসি আমি উড়ে
মহা উল্লাসে হেসে হেসে।


মনোরম পরীদের সাথে হাত রেখে হাতে
ঘুরি কত রাঙা পথে পথে,
পরীদের সাথী হয়ে কত কোলাহলে মাতি
জোছনায় ভরা সেই রাতে।


রংধনু দেখে বলি, চলো না সেখানে চলি
নিয়ে আসি এক মুঠো রং,
সাজলো সে রং মেখে নাচলো মহা সুখে
আমিও নাচি, দেখে সে ঢং।


আড়ালে গেলো চাঁদ মিটে গেল সব সাধ
পরী সব চলে গেলো উড়ে,
শেষ হয়ে গেল ধুম তখনো ভাঙ্গেনি ঘুম
স্বপ্ন আসে ঢের ঘুরে ফিরে!


হঠাৎ উঠলাম জেগে, বহুরূপী পশু দেখে
তেড়ে আসে বিজলির বেগে,
সে সময় ভয়ে মরি, মাকে জড়িয়ে ধরি
কেঁদে উঠি ভীষণ আবেগে।