জেগে যে ঘুমিয়ে সশব্দে নাক ডাকে
যায় না ডেকে কভু জাগানো তাকে!
স্বার্থের প্রয়োজনে করে কত অভিনয়
তুলে ধরে নিজেদের কতসব পরিচয়!


বমাল গোছাতে ওরা থাকে সদাব্যস্ত
সবাইকে ভাবে ওরা তাদের অধিনস্ত!
অলিখিত ঘোষনাতে জারি করে দন্ড
অপরাধ করে স্বয়ং, বলে সবে ভন্ড!


প্রলাপ বলে কেউ করে যদি প্রতিবাদ
নীরবে নিঃশব্দে গড়ে তার তরে ফাঁদ!
আচরণে বোঝা ভার, মনে কত খাদ
সুযোগ পেলেই মিটায়, জীবনের সাধ!


মুখোশের আড়ালে ওরা করে বসবাস!
ভুলকরেও করে না কভু সত্য প্রকাশ!
যেখানেই যাই শুনি মোহনীয় আলাপন
বোঝা বড়ই মুশকিল, ধূর্ত না মহাজন!