সুন্দরের শুভ সূচনা হোক সবুজ বীথিতে-
সানন্দে দোলে যেথা অনিন্দ্য প্রাণ;
সাগর সৈকতে স্বপ্ন ডানা মেলে সরবে,
সৌম্য রবি আবির ছড়িয়ে করে সঙ্গ দান।


সুরভীর মুগ্ধতা শান্তি ছড়িয়ে দিক সর্বলোক;
সুশান্ত সমীরণে স্বজাতি ভুলে যাক অভিমান,
সীমান্ত সংকট দূরীভূত হয়ে যাক নীরবে,
সহসা সমাপ্ত হোক অশুভ শক্তির অভিযান।


সোনালী ধানের শীষে স্বপ্ন উঠুক দুলে
সম্পদে ভরে যাক অভাবী কিষানের উঠান,
সুখের মিছিল দেখে দুঃখ পালিয়ে যাক;
সত্য আসুক ফিরে নিয়ে সু-বিধান।


সংশয় মিটে যাক, আনন্দে ভরে থাক বিশ্বগ্রাম;
সজনী আলপথে হাঁটুক নিরাপদে সারা দিনমান,
সূর্য আসুক প্রাতে, সাথে নিয়ে নতুন সকাল
সুজন সেবা দিয়ে নির্মল অবনীতে, হোক মহিয়ান।


সফলতা এসে থামাও বিবাদ, হোক ধন্য এ ধাম;
সরলতা ছুঁয়ে মানবতা ফিরে পাক শুভ সমাধান,
সরোজে ভরে যাক গাঁয়ের সকল দিঘি প্রভাতে;
সুললিত কন্ঠে সুউচ্চ হোক ফের মধুর আযান।