আমার প্রাপ্যটা আছে যার কাছে যত  
এক সাথে যোগ করে পরকালে নেব,
হিসেব আমার কাছে একদম নেই  
আমার মালিক শুধু সে হিসেব জানে।


আমার ক্ষমতা খুবই সীমিত যেথা
তোমার ক্ষমতা ঢের এ জগতে সেথা,
আমি তো এসেছি শুধু বাড়াতেই শোভা
তোমকে সবাই বড় প্রিয় বলে মানে!


আমার সকল কথাই প্রলাপ যেন
তোমার হাসিতে শুধুই মুক্তো ঝরে,
আনন্দে ভেসে যাও সাগরের পানে
সেখানেই যাও যেথা হৃদয় টানে!


তোমার স্বপ্ন নাচে হৃদয়ের মাঝে
রংধনু হয়ে কভু আকাশেও ভাসে,
আমার কোনই আশা পায় না ভাষা
বিষাদের সুর শুনি এই দু’টি কানে!


প্রাণরস কেড়ে নিয়ে শোষণের পরে
রাজার প্রাসাদে তুমি আছ বেশ সুখে,
সমাজে প্রভুর মত বরণীয় তুমি!
আমার চলার পথ শেষ কোন খানে!