সংকটের বলি হয়ে আর কত যুগ ধরে
আর্ত-পীড়িত করবে হুতাশন-হাহাকার!
জমিন কি শুধু আত্মা বেচাকেনার হাট?
মুক্তির আকুতি হারায় ধনের লালসায়!
মানুষ যখনই ভরাডুবির আতঙ্কে থাকে
তখনই আশ্রয় নেয় ষড়যন্ত্র! কুমন্ত্রণার!


বিশ্বযুদ্ধের ভীতি নিয়ে বিশ্ব এলো দ্বারে!
সাথে দল বেধে কষ্টও হাজির প্রকোষ্ঠে!
এমন সময়, কে আর শোনে কার কথা।
তবে কি, গণহত্যাই হবে শেষ সমাধান?
চলছে তাই কূটকৌশলের ভয়ঙ্কর খেলা!
কার সাথে হবে দ্বন্দ্ব ভাসাবে মৃত্যুভেলা!


মানবতার পক্ষে কবিরাও বড়ই অসহায়!
সুশীলগণও আজ সংলাপে সাহস হারায়!