মেরুদন্ড ভাঙ্গা-ভঙ্গুর অর্থনীতি!
তবু শোষণ করে বিনোদের রস!
যদিও যুগের কন্ঠে শুনি আর্তচিৎকার!
একদিকে করোনার খামচিতে হাহাকার!
সাথে ধর্ষকের নখের আঁচড়ে নারীরা
পায় না নিরাপত্তা কিংবা প্রতিকার!


আওয়াজ তুলছে অলি-গলি রাজপথে,
ইচ্ছে করে মুক্ত আকাশে উড়ে যাই
ডানা মেলে ধর্ষকের নাগালের বাইরে-
ইজ্জত-আব্রু আর স্বপ্ন বাঁচাতে।


বর্জ্য যখন গর্জে নষ্ট-ভ্রষ্টের প্রশ্রয়ে!
কষ্ট ছুঁয়ে যায় মন, ইথারে ভর করে
জনপদে, প্রতিটি মানুষের ঘরে-ঘরে!
হৃদয়ে হৃদয় রেখে বলে কানে কানে-
কেড়ে নেয় যারা নারীর অধিকার
রুখে দাও ওদের মিলিত প্রতিরোধে।