জবাব দেবার সময় এলে
খুঁজবো তোমায় কোনখানে?
আশা করি আঁধার ছেড়ে
উঠবে, অলোকিত মূলযানে।


যতই ভাবো তুমিই সেরা
থাকো কল্পলোকের মুক্ত গাঁ,
অহমদোষে আঘাত হানো
কোনই দেয়াল মানছো না!


মুখের ভাষায় বংশ-ছাপ
নাম-ঠিকানাই আসল নয়,
সবাই তখন বলবে সাধু
যখন, হৃদয়টা করবে জয়।


হৃদ কাননে ফুলের ঘ্রাণে
মিলবে সোহাগ-প্রেমের টান,
সুখের নীড়েই দেখে নিও
কে কার বুকে জুড়ায় প্রাণ।


সাদা-কালার সাথে থেকে
কেমনে চিনবে আলোর পথ?
অমানিশার আঁধার রাতে
কোথায় পাবে পালকি-রথ?