ওরা হিসেব কষছে ট্রিগারে আঙ্গুল রেখে!
করোনায় বুঝি হয়নি পূরণ পুরো শতভাগ!
দিগন্ত যদি আবারো ছেয়ে যায় ধুম্রজালে!
বারুদের বজ্র নিনাদে ঝলসে গেলে জনপদ
হয়তো আবারো পথে নামবে ছিন্নমূল হয়ে
দিশেহারা মানুষের অভুক্ত-উদ্বাস্তু মিছিল!
নিশ্চিত থেকো, ধেয়ে আসবে ঝাঁকে ঝাঁকে
আকাশ থেকে ঝরবে ক্রুদ্ধ প্রস্তর বৃষ্টিধারা!
অথচ, রেখেছি তওবার দ্বার তবু রুদ্ধ করে!


আমাকে পাগল বলে গালি দিয়ে লাভ নেই!
কখনো কি ভেবেছিলে এই করোনার কথা?
আজ কি এমন সুখে আছো ভোগ মহলায়?
কত জ্ঞানী-গুণী চলে গেলো বিনা নোটিশে
শূন্য-রিক্ত হাতে অকস্মাৎ না ফেরার দেশে!
আমার কি ভরসা আছে রবো অটুট-অম্লাণ?
ক্ষেপেছে পাগলের দল! ওরা করে গুপ্ত ছল
কমাতে চায় অগনিত জনবল নানা কৌশলে!
তবুও নিশ্চিন্তে রাখি তওবার দ্বার রুদ্ধ করে!