পাপ দিয়ে যার জীবন শুরু
শয়তান যত মানতো গুরু!
সুজন জেনেও আপনজনকে দিতো অপবাদ!


সকাল-বিকাল পিতো দাড়ু
সবাইকে সে ভাবতো ভীরু,
কারণ ছাড়াই করে যেত শুধুই অপরাধ!


নাট্য মঞ্চের দারুন হিরো
সময় থাকতে হলো জিরো!
সর্বদা সে আচরণে ভাঙ্গতো দ্বীনের বাঁধ!


সন্ত্রাসীদের ছিলো চূড়ো
এক পলকে হলো গুঁড়ো!
হাসছে সবাই! আপনজনে করছে আর্তনাদ।