প্রাপ্য অধিকার থেকে যদি বঞ্চিত হয়
দূর্বলরাও হতে পারে বিপ্লবের বারুদ;
কাউকে বিদ্রূপ না করে পড় ইতিহাস
তারাইতো ভেঙ্গেছিল একাত্তরের গারদ!


ঠুনকো মাটির পুতুল বৃথা হও অহমিত
ইতিহাস রচয়িতার কলমে তুমি বন্দী;
ধুম্রজালের আড়ালে যায় না লুকোনো
অহেতুক শয়তানের সাথে করলে সন্ধি!


যার চাতুর্যের ছলনায় চমকিত বিশ্ব!
শান্তির কথা বলে নতুন এক বিশ্ববলদ-
জ্বালিয়ে দিলো বিশ্বময় ঘৃণার আগুন;
অথচ, এখনো সম্মানিত মদিনা সনদ।