এ জীবন একদিন হয়ে যাবে শেষ
ভুলে যাবে স্বজনেরা ভুলে যাবে দেশ!
মিটে যাবে সেইদিন মান-অভিমান,
ফিরে আর আসবে না তরতাজা প্রাণ।
না বলাই রয়ে যাবে অনেক বিষয়
আঁধার নামবে চোখে সেই-অসময়!
শেষ কথা বলারও পাবো না সময়
নির্দয় সময় চলে, তাঁর ইশারায়!


তাই ভাবি অবেলায়, বসে ঘাট পাড়ে,
দেখবো না কিছু আর সাঁঝের আঁধারে!
কোথায় বা নিয়ে যাবে অজানার দেশে
দৃশ্যমান থাকবো না, হারাবো নিঃশেষে!
ভাবি না রে সুসময়ে, কাঁদি দুঃসময়-
যখন বলবে প্রভু, আয় ফিরে আয়!