সেই কবেই তো মিটে গেছে গোলাপের ঘ্রাণ!
যার সন্ধানে তোমাকে যেতে হবে ফিরে
ইতিহাসের যেথায় সে করে বসবাস;
অথচ তার সেই কল্পিত কাঁটার
অপবাদে সোচ্চার অর্বাচীন!
কিন্তু যে গোলাপ আজ
তুমি করছো আবাদ
তাতে কি কোন
কাঁটা নেই?


কাঁটা তো আছেই;
উপরন্তু নেই সেই সৌরভ!
তারপরও শুনতে হয় খিস্তি খেউর!
আসলে এটুকু কর শুধু তোমদের ব্যর্থতা ঢাকতে!
তবে আগামীতে অবশ্যই বদলে যাবে মানুষের রুচি বোধ।