স্মৃতির পাতায় অতীত ভাসে, বিষাদ সিন্ধু জুড়ে
একটু আলো খুঁজে মরি, সময় খুঁড়ে খুঁড়ে!
মায়ের আঁচল হারিয়ে গেছে সঙ্গে নিয়ে মায়া
ছত্রছায়া আছে খোদার, চাই না কারো দয়া।


চিঠির বাক্সে দানের খোঁচায় ঐন্দ্রজালিক হাসে
এখন দেখি জাদুর পাখি থাকে দানের আশে!
ব্যর্থ ফাগুন জ্বালায় আগুন, অশ্রু ঝরে চোখে
কারো ঘরে দিলে আগুন, সেও থাকে না সুখে!


কল্প লোকের গল্প মিছে, মিছেই আতশবাজি
রুগ্ন ছায়ার চেয়েও মলিন, মিছেই মানুষ সাজি!
বিষের শিশি নিয়ে বেড়াও, লাল বটিকা সহ
দুপুর গিয়ে বিকেল আসে, তাও কাটে না মোহ!


সোনার কাঠি ছিল খাঁটি, জ্বালিয়ে দিলে রাগে
ফুটে না আর গুলাব কুঁড়ি, অহম ভরা বাগে!
ছোট্ট একটা গল্প আছে, বলবো যাবার আগে
দেখবো যখন শিশির বিন্দু, রবির তাপে ভাগে!