চিন্তার স্বাধীনতা হোঁচট খেলে
বাড়ে মুক্তির আকুতি,
সাথে বাধা পায় বাকস্বাধীনতা
বিপন্ন হয় রাজনীতি!


দিনে দিনে বাড়ে দ্বন্দ্ব-সংঘাত
পরিবেশ হয় অশুদ্ধ!
গণমানুষের মাঝে যন্ত্রণা বাড়ে
অবশেষে হয় বিক্ষুব্ধ!


বাড়ে অসহিষ্ণুতা সবার মাঝে!
চিন্তা বদলে যায় কাজে,
অন্তর জুড়ে বাজে শংকার সুর
শত্রু-মিত্র সবাই সাজে!


উতলা বাড়তে থাকে নিত্যদিন-
না জানি কখন কি ঘটে!
বাড়তে থাকে বেশুমার গুঞ্জন
‍দুর্ঘটনা বাড়ে পথে-ঘাটে!


দ্রব্যমূল্য বাড়ে সারাদেশ জুড়ে
দৈন্যের আলামত বাড়ে,
বাড়তেই থাকে ঋণের পরিমান
সকল মানুষেরই ঘাড়ে!