সময়ে সাহিত্য হোক সত্য নির্ভর,
হয়ে যাক সমাজ বদলের ঝাঁঝালো হাতিয়ার;
গদ্য-পদ্য-উপন্যাস-প্রবন্ধ-গান
সাহিত্যেরই নানাবিধ আলোচিত উপহার!


ওরা সোচ্চার হবে ভবে জুলুমের প্রতিকারে;
সাহসী উচ্চারণে মুক্তকন্ঠ হবে জনতার অধিকারে,
ওরা অতন্দ্র প্রহরী হবে রক্ষায় মানবাধিকার;
ওরা কেন হতে যাবে নিন্দিত জালিমের ভাঁড়?


ওদের বৈশিষ্ট হবে ‍দুর্বোধ্যতামুক্ত সুস্পষ্ট ক্ষুরধার,
ওরা দ্রোহের বাহক হবে; হবে নিপীড়িত জনতার,
হেঁয়ালী ছেড়ে ওরা হয়ে যাবে খোলা তলোয়ার
ওদের আহবানে মহা জাগরণে আসবে জোয়ার।


ওরা কেন হতে যাবে শোষণের যাঁতাকল?
কেন হয়ে যাবে ওরা নগ্নতা ছড়ানো রঙের বাহার?
ওরা হবে শোষিতের মহা বিজয়ের মহা কারিগর;
দুঃখ জয়ের তরে উপাড়ী ফেলবে ওরা ভয়ের পাহাড়!


ওরা হবে বিপ্লবের সুতিকাগার, সাহসের আধার;
ওরা হবে বিভাজিত জনতার ঐক্যের সেরা উপাদান,
ওদেরই প্রেরণায় জনতার দুর্ভেদ্য দুর্গ হবে আকাশ সমান,
বিজয় আসবে দ্বারে শোষণের চিরতরে হবে অবসান।