তোমার রাজ্যে এখন আমি আশ্রিত
মাঝে মাঝে তাই হই খুবই বিস্মিত,
রকমারী বাক্যবাণে করো পরাজিত
উপহাসে-অবমাননা করো অবিরত।


যদিও বা একদিন ছিল ভালোবাসা
হৃদয়ের গভীরে ছিল কতরূপ আশা,
দিনমান কেটে যেত সুখের আলাপে
আজ যায় দিনরাত করুণ বিলাপে!


প্রহরও বিবর্ণ হয় সময়ের বিবর্তনে
এ বচন ভুল নয়, বলে জনে জনে,
সুখ-দুঃখ কখনো নয় তো চিরস্থায়ী
দুঃখ এলে ভাবি, কেউ বুঝি দায়ী!


নশ্বর এ পৃথিবীতে সকলই ক্ষণস্থায়ী
সবই নির্ধারিত প্রভুর ইচ্ছা অনুযায়ী,
মানিলে মিটে যাবে সমস্ত ভেদাভেদ
দূর হবেই সন্ত্রস্ত হৃদয়ের প্রচণ্ড খেদ।