শত শত উস্কানির মুখেও রাজনীতিতে ধৈর্য ও সহনশীলতার
যে দৃষ্টান্ত স্থাপণ করেছো, যে নতুন দৃষ্টিকোনের সৃষ্টি করছো,
পরম স্রষ্টাই সত্য-মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়কারী হিসেবে
চিহ্নিত করেন, কারা সত্য আর কারা লালন করে গুন্ডাবাদ।


সময় স্থবির নয়, স্রোতস্বিনী নদীর মত মুক্ত ধারায় বহমান;
যার যা প্রাপ্য পাবে, সঠিক রায় দানে তিনি সর্বদা অকৃপন,
আজ-আজকের মাঝে আবদ্ধ নয়, গতিশীল, নিরন্তর চলমান;
নিজের পায়ে যে করে কুঠারাঘাত! সেই করে তার সর্বনাশ!


সময় আপন মনেই লিখে ইতিহাস, সাদা-কালো হয় দৃশ্যমান।
সভ্যরা সভ্যতা গড়ে, ধ্বংস করতে চালায় অসভ্যরা-অভিযান!
বিধাতার হাতে অপার ক্ষমতা, বিচারের ভার, নেই তার সংশয়;
সৃজনশীল, শান্তিকামী জনতার সাক্ষ্যে বিধাতা দেন সত্য রায়।