কবির বিবেক যদি বাঁধা থাকে আঁচলে
অথবা থাকে কারও লুকায়িত পকেটে,
কবির কলম যদি নত হয় ধমকে
কবির স্বপ্ন হবে কিম্ভূতকিমাকার!


অভাগা মাতৃভূমি, অসহায় জনগণ
অনন্ত কাল ধরে পড়ে পড়ে খাবে মার,
কবিরা পণ্য হয়ে বিকিকিনি হবে ভবে
ক্ষত-বিক্ষত হবে সত্যরা বার বার!


কবির তো দেশ-কাল ভেদ নেই ,
তরঙ্গ বাহক যার, নেই তার ঠিকানা,
আকাশে ভাসিয়ে ভেলা, খুঁজবে তথ্য মেলা
উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম কেন রবে অজানা?


কবি হবে সময়ের অতন্দ্র প্রহরী!
কবির কলম কী শুধু প্রণয়েরই লিপিকার?
কবির কলম হবে বিধাতার হাতিয়ার
রুখে দিবে জগতের অনিয়ম-অবিচার।