লম্বা একটা সুখটান মেরে
গাল ভরা ধোঁয়া ছেড়ে ভাবতাম,
এইতো জীবন!


সুর আর বেসুরের তফাৎটা
তখনো বুঝিনি।
বুঝিনি কি সুখ আছে
প্রেম-ভালোবাসার মাঝে;
ভাবিনি, আগামীকাল কি হবে!
শুনিনি গুরুজনের সতর্ক নির্দেশ!


বেয়ারা ইচ্ছেটাকে
পারিনি লাগাম দিতে
দেশ, মাটি, মানুষ আর
মহানদের ভালোবেসে
অযথাই ফুরিয়েছি উত্তম সময়!


অথচ, ওরা উড়ছে সুনীল আকাশে
আর আমি, বিকেলের আবছা আলোয়
দাঁড়িয়ে আছি একা, নির্জন খেয়াঘাটে!