বদলে গেছে হাওয়া বদলেছে মত!
জেগে উঠেছে দরিয়াতে খর স্রোত!
উত্তাল ঢেউয়ে এবার, ভাঙ্গবে পাড়!
দুলে উঠবে জমিন! সুখের আধার!
মুছে গেছে অনেক আগে রঙবার্নিশ!
খসে পড়বে সহসা পলস্তরা-কার্ণিশ!


তখনই শুরু হবে সাঁড়াশি আক্রমণ!
ভারসাম্য খোয়াবে অমিত্র প্রতিক্ষণ।
বদলে যাবে মতিগতি দিবস-রাত্রি!
জনন হবে পাড় ভাঙ্গা ভয়াল গর্জন!
বিলীন হবে ক্রমান্বয়ে সকল অর্জন!
বুঝবে সেদিন, কে সুপ্রিয় কে দুর্জন!