সংগ্রামেই নেতৃত্ব ছন্দে হাসে;
চলে আসে সামনের কাতারে।
সঙ্কটে সমাধান মুক্তি খোঁজে
অযোগ্য লুকায় লজ্জার ভাঁজে ভাঁজে!


সচেতন মানুষ দাঁড়িয়ে যায়
নিপীড়িত মানুষের সমর্থনে,
সজল নয়নে জানায় শ্রদ্ধা-
প্রতিবাদী হয়ে উঠে জুলুমের বিরুদ্ধে।


অসাধারণরাই অসাধু হয়!
জনসাধারণই রুখে দাঁড়ায়-
স্বদেশের সংকটে, দুঃসময়ে;
অসত্য পরাজিত হয় সত্যের কাছে।


এভাবেই বেঁচে থাকে সত্য,
উৎসবে মেতে উঠে মর্ত্য;
আবাদী হয়ে উঠে আবার
নতুন করে সবুজ-সোনালী বীজক্ষেত্র।